রেস ২ ছবিতে ছয় দিন শুটিংয়ের পর পিটটান দেওয়ায় বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়–কোনকে অপেশাদার বলার পাশাপাশি তারঁ এমন কান্ডকে অনৈতিক বলে দাবি করেছিলেন ছবির প্রযোজক রমেশ তোরানি। কিন্তু তাতেও যেন ক্ষোভ মেটেনি তারঁ। এবার সিনে আ্যন্ড টিভি আর্টিস্ট আ্যাসোসিয়েশন বরাবর দীপিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন টিপস ফিল্মস আ্যন্ড মিউজিক প্রডাকশনের এই কর্ণধার। অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি জানিয়ে দীপিককে বার্তা পাঠিয়ে দিয়েছে সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যসোসিয়েশন। এই অভিযোগ দায়েরের ব্যাপারে রমেশের ঘনিষ্ট এক সূত্রের বরাতে মুম্বাই মিরর জানিয়েছে,এ ধরনের কঠোর পদক্ষেপ নেওয়ার কোন ইচ্ছাই ছিল না রমেশের। দীপিকা তার সিদ্বান্ত পরিবর্তন করবেন- এ অপেক্ষায়ই ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত দীপিকা তার সিদ্বান্ত থেকে সরে না আসায় এরকম বাধ্য হয়েই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন রমেশ। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে দীপিকার করণীয় সর্ম্পকে প্রযোজক নিহালনি বলেছেন, যদি রমেশের কাছে চুক্তিপত্র থাকে এবং রমেশ দীপিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে থাকেন তাহলে দীপিকা যে শিডিউল রমেশকে দিয়েছিলেন, সেই শিডিউলে অন্য কোন নির্মাতার কাজ তিনি করতে পারবেন না। এদিকে এ প্রসঙ্গে দীপিকার ঘনিষ্ঠ এক বন্ধু জানিয়েছেন, আদৌ এ ধরনের কোন চুক্তিপত্র রমেশের কাছে আছে কি না সে ব্যাপারে আমি সন্দিহান। তিনি দীপিকাকে যে কাগজ দিয়েছিলেন তাতে স্পষ্ট উল্লেখ আছে,২০১১ সালের সেপ্টেন্বরের মধ্যেই রেস ২ ছবির কাজ শেষ হবে। অথচ এখন ২০১২ সালের ফেব্রুয়ারি মাস। কাজেই রমেশের এমন অভিযোগে দীপিকার কিছুই যাবে আসবে না। ছবিটিতে না ফেরার সিন্ধান্ত থেকে কোন ভাবেই সরে আসবেন না তিনি। খুব তাড়াতাড়িই তিনি এই ছবিতে চুক্তি স্বাক্ষারের জন্য যে টাকা নিয়েছিলেন তা ফিরিয়ে দেবেন। প্রয়োজনে আলোচনা সাপেক্ষে ক্ষতিপূরণ দিতেও প্রস্তুত তিনি।
0 comments:
Post a Comment