২৬ জুন সোমবার বকশীগঞ্জে এসএসসি, দাখিল, ভ্যাকেশনাল পরীক্ষার্থী জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
জানা গেছে জাতীয় পাটির সৌজন্যে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্টানে উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত ৪৭ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। সোমবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় পাটির সভাপতি আবিরুজ্জামান আক্কাস মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী এমএ ছাত্তার সংবর্ধনা অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও বিএনপি সভাপতি আব্দুর রউফ তালুকদার, ইউএনও কামাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী মোস্তাফিজুর রহমান মিষ্টার, আওয়ামীলীগের সাঃ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, মাধ্যমিক শিক্ষা অফিসার ছানোয়ার হোসেন, জাতীয় পাটির অন্যতম নেতা হামিদুর রহমান, জাতীয় পাটির সম্পাদক একেএম হামিদুল্লাহ, যুগ্ম-সম্পাদক এস এম সাইয়ূম,জাতীয় পাটির নেতা আক্রাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হক আলম, জাতীয় ছাত্র সমাজ এর সভাপতি জিয়াউর রহমান জিয়া প্রমুখ। অনুষ্টানের উপস্থাপন করেন জাতীয় পাটির নেতা তৌহিদুজ্জামান তৌহিদ।
উল্লেখ্য ২০ বছর যাবত প্রতিবছর ব্যক্তি উদ্দ্যোগে সাবেক মন্ত্রী এমএ ছাত্তার বকশীগঞ্জ উপজেলার এসএসসি, দাখিল, ভ্যাকেশনাল,ও এইচএসসি, আলিম (প্রথম শ্রেনী)জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে আসছেন।
0 comments:
Post a Comment