যুক্তরাষ্ট্রে আগামী প্রেসিডেন্ট নিবার্চনে রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে জমজমাট লড়াই চলছে। ডেমোক্রেটিক প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা নিবাচর্নী প্রচারাণা শুরু করেছেন। নিবাচর্নীএই ডামাডোলের মধ্যে নতুন করেআলোচনায় আসছে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে হোয়াইট হাউসের কর্মকর্তা মনিকা লিউনস্কির সেই প্রণয়ের কাহিনী। রাজনৈতিক জীবনে ক্লিলটনের নারী প্রীতি নিয়ে এই প্রথম খোলামেলা কথা বলেছেন তার ঘনিষ্ট সহকর্মীরা। ক্লিলটনকে নিয়ে তৈরী করা একটি প্রমান্যচিত্র তারা এসব কথা বলবেন। ২০ ঢেব্রুয়ারি যুক্তরাজ্য ও যুক্তরাষ্টে ওই প্রামাণ্যচিত্র প্রটার করা হবে। দ্য টেলিগ্রাফ- এর অনলাইন সংস্করণে এক খররে ব্যক্তিরা মনিকার সঙ্গে তারঁ সম্পর্কের বিষয়টি নিয়ে ওই সময়ে নিজেদের অনুভুতির কথা জানাবেন। ক্লিলটনের ঘনিষ্ট বলে পরিচিত সাবেক উপদেষ্টা ডিক মরিসও ওই প্রামাণ্যচিত্র তার অনুভুতির বর্ণনা দিছন। মরিস বলেন, মনিকার সঙ্গে সম্পর্কের সাক্ষ্য প্রমাণ ফাসঁ হওয়ার কিছুক্ষন আগে ক্লিলটন তাকে ফোন করেন। ক্লিলটন তাকে জানান, তিনি মনিকার সঙ্গে ঘটনা নিয়ে দুর্বল হয়ে পড়েছেন। ২৩ বছর বয়সী মনিকার সঙ্গে এমন কিছু করেছেন, যা তাকে বিপদে ফেলতে পারে। প্রামাণ্যচিত্রে হোয়াইট হাউসের আইন উপদেষ্টা কেন গোর্মলে বলেন, ক্লিলটন ও মনিকার সাক্ষাতের প্রায় প্রথম থেকেই তাদের মধ্যে এমন একটি সম্পর্কের খবর চাউর হয়ে যায়। ক্লিলটনআরকানসাস অঙ্গরাজ্য্যের গর্ভনর হিসেবে দায়িত্ব পালনকালে তার সঙ্গেকাজ করেছেন মার্লা ক্রাইডার। মার্লা দাবি করেন, তার সঙ্গেও ক্লিলটনের সর্ম্পক ছিল। তিনিবলেন, নারীরা ক্লিলটনের প্রতি সম্মোহিত ছিলেন। মধূর খোজে ভ্রমরের ঘুরে বেড়ানোর মতো নারীরা ক্লিলটনের কাছে যেতেন আরকানসাসে ক্লিলটনের সাবেক রাজনতিক সহযোগী বেটসে রাইট বলেন, দিনে ২৫ জন নারী ক্লিলটনকে খুজতে তার কার্যালয়ে আসতেন। পিটিআই
0 comments:
Post a Comment