দেশের উন্নয়নে নারীদের এগিয়ে আসতে হবে। নারীদের অংশ গ্রহণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আমাদের দেশে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেত্রী সংসদ উপনেতা পররাষ্ট্র স্বরাষ্ট্র ও কৃষিমন্ত্রীসহ অনেক উচ্চ পদস্থ পদে নারীরা কর্মরত। সরকার নারী ক্ষমতায়নে বিশ্বাসী। ১৮ ফেব্রুয়ারী শনিবার সকালে জামালপুরের বকশীগঞ্জ খাতেমুন মঈন মহিলা কলেজের গভর্নিং বডির সভায় সভাপতি হিসাবে শিক্ষার্থীদের উদ্দ্যোশে এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন বাংলাদেশে নারীরা আমেরিকা, ইউরোপ, অষ্ট্রলিয়াসহ সারা বিশ্বে তাদের সেবা দিয়ে মানুষের মন জয় করছেন। সারা বিশ্বে তথ্য প্রযুক্তি ও ডাক্তার নার্সদের চাহিদা বেড়ে যাওয়ায় বাংলাদেশের নারীদের গুরুত্ব বেড়ে গেছে। আমাদের দেশের নারীরা বিশ্বে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই মেয়েদের আরও বেশী করে লেখাপড়া করে শিক্ষিত হয়ে এগিয়ে আসতে হবে। সভায় অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবেদ আলী, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ মেডিসিন, কালেজ ছাত্রী ফলি বেগম, শ্রাবন্তী আক্তার প্রমুখ। সভায় শিক্ষার্থীরা কলেজকে জাতীয় করণে জোর দাবি করেন। পরে কলেজ ছাত্রীদের পরিবেশনায় মন্ত্রী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
0 comments:
Post a Comment