বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুমকে লাঞ্ছিত করার ঘটনায় ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপজেলায় বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।
জানা গেছে, বৈশাখী পরিবহনের দুই মালিক নজরুল ইসলাম সওদাগর ও আব্দুল কাইয়ুমের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে দ্বন্দ্ব হয়। এই দ্বন্ধ নিরসনের লক্ষ্যে ১৫ ফেব্রুয়ারি বুধবার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপি সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয়সহ পরিবহনের নেতৃবৃন্দ উপস্থিত হন। বৈঠক চলকালে এক পর্যায়ে নজরল সওদাগরের চাচা আঙ্গুর সওদাগর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম এর ওপর হামলা চালিয়ে শারীরিক ভাবে লাঞ্ছিত করেন। এরপর থেকে বৈঠক ভেঙ্গে যায়। হামলার ঘটনায় উপজেলা বিএনপি ও তার সহযোগিসংগঠন বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে বিচারের দাবিতে উপজেলা চত্তরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি সহসভাপতি মিজানুর রহমান তালুকদার, সহসভাপতি, রকিবুল হাসান বাবুল, যুবদলের যুগ্ন আহ্বায়ক আব্দুল্লাহ আল সাফী লিপন, শ্রমিক দলের সভাপতি কাউছার আমীন, ছাত্রদলের নেতা গোলাম রাব্বানী বানি প্রমুখ। এদিকে এই লাঞ্ছিত ঘটনাকে কেন্দ্র করে বকশীগঞ্জে রাজনৈতিক মহলে উত্তেজনা সৃষ্টি হয়েছে। যে কোন মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে।
0 comments:
Post a Comment