Number of innovations would we stay on this site soon --- Number of innovations would we stay on this site soon.

Saturday, May 12, 2012

Hackers prisoners in exchange for two illegal border bakshiganja










Saturday, May 12 at the border ports in India and Bangladesh in the ground kamalapura bakasiganja the illegal transfer of prisoners to two anuprabesakarike.
Bijibi, according to the Indian village cina resusa lalapara district police nendu Sung (5) about 6 years before the Indian border, crossed the border in Sherpur nalitabari illegally entered Bangladesh. 2006 in the last 9 septenbera of the Sherpur police detained daye the Court to commit the illegal intrusion. The five-year sentence in the case of India cina Sung. Kurigram district of Bangladesh raumari hand runner in the new port Hossain Ali (45), about 4 years ago manakeracara Illegal border crossing to India in the last 18 nabhenbara daye of the 2008 detained in the police court to commit him. They are both complete karabhoga. Saturday afternoon, May 12, araitaya bakasiganjera kamalapura no border land ports myansa lyande India - Bangladesh bijibi, Beijing, and the police have been anustita joint meeting of the flags. At the end of the meeting of two people who have handed over to the authorities of both countries. Meetings of the full flag sauhardda netrtbadena bijibira 6 Battalion sio leh khabira of colonel and commander of the battalion leh colonel Suranjit 1 of 1 house by the wall, both the concerned officials were present at the time with them.


In Bangla
বকশীগঞ্জ সীমান্তে দুই অবৈধ অনুপ্রবেশকারী বন্দি বিনিময়
১২ মে শনিবার বকশীগঞ্জ উপজেলা কামালপুর স্থল বন্দর সীমান্ত পথে ভারত ও বাংলাদেশে  অবৈধ দুই অনুপ্রবেশকারীকে বন্দি বিনিময় করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের লালপাড়া জেলার নেন্দু থানা রেসুসা গ্রামের চিন সাং (২৫) প্রায় ৬ বছর পূর্বে ভারতীয় সীমানা অতিক্রম করে শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত পথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। গত ৯ সেপ্টেন্বের ২০০৬ সালে পুলিশ অবৈধ অনুপ্রবেশ করার দায়ে  আটক করে শেরপুর আদালতে সোপর্দ করেন। ওই মামলায় ভারতীয় নাগরিক চিন সাং এর পাচঁ বছরের সাজা হয়। অপরদিকে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চর নতুন বন্দর গ্রামের হোসেন আলী (৪৫) প্রায় ৪ বছর আগে মানকেরচর সীমান্ত অতিক্রম করে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে গত ১৮ নভেন্বর ২০০৮ সালে পুলিশ তাকে আটক করে আদালতে সোপর্দ করেন। তাদের উভয়ের কারাভোগ সম্পন্ন হয়। ১২ মে শনিবার বেলা আড়াইটায় বকশীগঞ্জের কামালপুর স্থল বন্দর সীমান্তে নো ম্যান্স ল্যান্ডে ভারত - বাংলাদেশের বিজিবি, বিএসএফ,ও পুলিশের যৌথ পতাকা বৈঠক অনুষ্টিত হয়েছে। বৈঠক শেষে উল্লেখিত দুই ব্যক্তিকে উভয় দেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। সৌহার্দ্দ পূর্ণ পতাকা বৈঠকের নেতৃত্বদেন বিজিবির ৬ ব্যাটালিয়ন সিও লেঃ কর্ণেল খবীর সরকার এবং ভারতের বিএসএফের ১২১ ব্যাটালিয়ান কোম্পানি কমান্ডার লেঃ কর্ণেল অজয় আগার ওয়াল, ওই সময় তাদের সাথে উভয় দেশের সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।  

0 comments:

Post a Comment