Number of innovations would we stay on this site soon --- Number of innovations would we stay on this site soon.

Tuesday, February 7, 2012

গুগল ও ফেসবুক থেকে ধর্ম বিরোধী লেখা ও ছবি সরিয়ে নেয়ার দাবি করছে



ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল ফেসবুক ও সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক ফেসবুক কর্তৃপক্ষ তাদের সাইট গুলো থেকে সব ধরনের আক্রমাণাতœক লেখা আলোকচিত্র ও ভিডিও সরিয়ে ফেলার দাবি করছে। ভারতের আদালতে গুগল ও ফেসবুকের পক্ষ থেকে ওই দাবি করা হয়। গত ডিসেন্বরে ভারতের একটি আদালত ফেসবুক, গুগল, ইয়াহু, ইউ টিউব এবং মাইক্রোসফট সহ ২১ টি সোশ্যাল নেটওয়াকির্ংকে তাদের সাইট থেকে ধর্ম এবং সমাজ বিরোধী সব ধরনের ভিডিও আলোকচিত্র এবং লেখা সরিয়ে নেওয়ার নিদের্শ দিয়েছেল। ওই নির্দেশ পালন করা হয়েছে কিনা সে বিষয়ে ৬ ফেব্রুয়ারির মধ্যে অবহিত করারও নির্দেশ জারি করেছিল। দারুল ওলুম দেওবন্দের সাবেক মুখপাত্র মুফতি এজাজ আরশাদ কাসেমির পক্ষ থেকে আদালতে ওই বিষয়ে অভিযোগ দায়ে করা হয়েছিল। অভিযোগকারী আদালতকে বলেছেন হিন্দু দেবতা, ইসলামের নবী হয়রত মুহাম্মদ (সাঃ) এবং বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বদের বিকৃত ছবি ওই সব ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে যা ধর্মীয় বিশ্বাসের ওপর চরম আঘাত। এর ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে। আদালত বলেছে সব সাইটের পক্ষ থেকেই লিখিত আকারে জানাতে হবে যে কোন ছবি লেখা ও ভিডিও তারা সরিয়ে ফেলেছে।
ভারতের তথ্য প্রযুক্তিমন্ত্রী কপিল সিবাল গত কয়েক মাস ধরে গুগল, ফেসবুকসহ নামকরা সব সোশ্যাল নেটওয়াকিং সাইটগুলোতে আপত্তিকর জিনিস সরিয়ে নেয়ার আহবান জানিয়ে আসছেন।  অবশ্য তিনি একে সেন্সর আরোপের সমতূল্য পদক্ষেপ নয় বলে অভিহিত করে বলেছেন, এ সব কোম্পানি কোন সহযোগিতা নাকরায় শেষ পর্যন্ত ভারক সরকারকে কঠিন পদক্ষেপ নিতে হবে।





0 comments:

Post a Comment