Number of innovations would we stay on this site soon --- Number of innovations would we stay on this site soon.

Thursday, February 9, 2012

ইরানে হামলা যুক্তরাষ্ট্রের জন্য আত্মহত্যার শামিল



যুক্তরাষ্ট্রে হামলা চালালে ইরান বিশ্বব্যাপী মার্কিন বাহিনীর ওপর হামলা চালাতে সক্ষম। ইরানি রাষ্ট্রদূতের উদ্ধৃতি দিয়ে বুধবার এ খবর জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স। এদিকে ইরানের সঙ্গে কোন প্রকার সামরিক সহযোগিতার সম্পর্ক অস্বীকার করেছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন। তবে ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে সামরিক সহযোগিতা বিষয়ক বৈঠকের কথা স্বীকার করে রোগোজিন বলেন, মস্কো এবং তেহরানের মধ্যে এ ধরনের সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে মাত্র। তবে আমরা এখনও এ ব্যাপারে কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। মস্কো এবং তেহরান কর্তৃপক্ষ ওই বৈঠকে সামরিক প্রযুক্তি সংক্রান্ত সহযোগিতার সম্পর্ক তৈরিতে আলোচনা করেছে বলে জানা গেছে। উলে¬খ্য, জাতিসংঘের নিষেধাজ্ঞার মুখে মস্কো তেহরানকে প্রতিশ্র“ত এস থ্রি হান্ড্রেড ক্ষেপণাস্ত্রের চালান স্থগিত করলে উভয়পক্ষের মধ্যে সামরিক সাহায্য সংক্রান্ত সম্পর্কের ইতি ঘটে।
অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে ইসরাইলের অতিরঞ্জিত জল্পনা-কল্পনা সর্বনাশা পরিণতি ডেকে আনতে পারে। ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করার লক্ষ্যে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরেক দফা কঠোর করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি ইরান সরকার সংশি¬ষ্ট সম্পদ জব্দ করার ক্ষমতা দিয়েছেন মার্কিন ব্যাংকগুলোকে। সোমবার হোয়াইট হাউস থেকে বলা হয়, রোববার এক নির্বাহী আদেশ স্বাক্ষর করে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আরও কঠোর করেছেন ওবামা, যাতে নিষেধাজ্ঞার ফাঁক খুঁজে তেহরান কোন সুবিধা নিতে না পারে। এর পরপরই মস্কোয় ইরানি রাষ্ট্রদূত সাঈদ মাহমুদ-রেজা সাজ্জাদি এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র ইরানে সামরিক হামলা চালালে ভুল করবে। যদিও ওয়াশিংটন ইরানে হামলা চালানোর কোন পরিকল্পনার কথা এখনও জানান দেয়নি। তারপরও এমন কিছু হওয়ার আশংকা উড়িয়ে দিচ্ছে না ইরান। সাজ্জাদির কথায়ই তা স্পষ্ট। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমেরিকানরা ভালো করেই জানে ইরান কি এবং ইরানের সম্ভাবনা কতটুকু। ইরান বিশ্বব্যাপী মার্কিন বাহিনীকে পাল্টা জবাব দেয়ার মতো ভালো অবস্থায়ই আছে। ইরানে হামলা করাটা তাদের জন্য আÍহত্যার শামিল হবে। রয়টার্স, এএফপি, সিনহুয়া।

0 comments:

Post a Comment